Header Ads Widget

Breaking

Saturday, December 21, 2024

Samsung কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং

 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড। 

‘গ্যালাক্সি এস২৪ এফই’ মডেলের ফোনটির ক্যামেরা সিস্টেমে যুক্ত করা হয়েছে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন। 

এর ফলে এআই অ্যালগরিদম কাজে লাগিয়ে সহজেই ভালো মানের ছবি তোলা ও ভিডিও ধারণ করার পাশাপাশি দ্রুত ছবি সম্পাদনা করা যায়

এক্সিনোস ২৪০০ই প্রসেসরে চলা ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৫০, ৮ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। 


 

সেলফি তোলার জন্য রয়েছে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা। 

৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি কিনলে দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।

৬.৭ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটি আইপি৬৮ প্রযুক্তিনির্ভর হওয়ায় পানি ও ধুলা প্রতিরোধক। 

এর ফলে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। 

৪ হাজার ৭০০ এমএএইচ ব্যাটারিসুবিধার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। 

ফোনটিতে সাত বছর পর্যন্ত হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহারের পাশাপাশি সর্বশেষ নিরাপত্তাসুবিধাও পাওয়া যাবে

No comments:

Ad Space