Wednesday, November 26, 2025

বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ সাথে পাবেন দৈনিক ভাতা

বিনামূল্যে কর্মসংস্থানমুখী তিন মাস মেয়াদি বিভিন্ন কোর্সে বাংলাদেশি নারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। 
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) তত্ত্বাবধানে,
বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় কম্পিটিটিভনেস অ্যান্ড  ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) সহায়তায় এ প্রোগ্রামটি বাস্তবায়ন করা হবে।
  • আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।

যে ১১টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হবে—

১. পার্থিব গ্যালারি বিউটি অ্যান্ড পার্লার ট্রেইনিং সেন্টার: শ্যামলী হাউজিং-২, রোড নং-৩ হাউজ-বি-১, আদাবর, ঢাকা।

যে কোর্স করানো হবে:
—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

২.  টিএমএস: রংপুর রোড, ঠেংগামারা, বগুড়া।

যে কোর্স করানো হবে:
—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৩.  সাফা হারবাল বিউটি পার্লার: হাউজ ১৫৩/২, পোস্ট-ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। যে কোর্স করানো হবে:
—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৪. লেডিস লাউঞ্জ বিউটি পার্লার অ্যান্ড ওয়েলস: চাল্ড ভিলা (জল্লারপার মসজিদের পাশে) জিন্দাবাজার, সিলেট।
যে কোর্স করানো হবে:
—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৫. প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট: দক্ষিণ সুরমা, সিলেট।
যে কোর্স করানো হবে:
—ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ 

৬. জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমি: দারুসা রোড, রাজশাহী কোর্ট, রাজশাহী।

যে কোর্স করানো হবে:

—ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,

—ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,

—ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,

—গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৭. মিনাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট: ফুকতিবাড়ি, সদর, পঞ্চগড়।

যে কোর্স করানো হবে:

—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

—ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,

—ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,

—গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৮. স্কাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার : বিজয়নগর আবাসিক, ডলফিন মোড়, কলাতলী, চট্টগ্রাম।

যে কোর্স করানো হবে:

—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,

—ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,

—ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ।

৯. হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট: সিএসএস, ৪৭ এম এ বাড়ি রোড, গল্লামারী, খুলনা।

যে কোর্স করানো হবে:

—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

১০. বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই), হাউস-২/বি, রোড-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।

যে কোর্স করানো হবে:

—ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট 

১১. সাইবারটেক আইটি পার্ক লিমিটেড: সুরভী  অ্যাপার্টমেন্ট, জহুরুল নগর লেন, রেডিলাইট কমপ্লেক্স, তৃতীয় বিল্ডিং, বগুড়া।
যে কোর্স করানো হবে:
—বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,
—ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।
—গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট


ভর্তির সময় যা লাগবে—

১. শুধু বাংলাদেশি নারী শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

২. প্রশিক্ষণার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

৩. তিন মাস মেয়াদকালীন প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে অথবা চাকরি করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

৪. ইতিপূর্বে এসইআইপি বা এসআইসিআইপি প্রকল্পের অন্য কোনো কোর্সে রেজিস্ট্রেশন করে থাকলে এই কোর্সে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

৫. দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত বাংলাদেশি নারী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধা—

১. প্রশিক্ষণার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

২. প্রশিক্ষণার্থীদের ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।

২. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদান করা হবে।


ভর্তির সময় দরকার—


১. আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত,

২. দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি,

৩. এক কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি,

৪. এক কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাঠাতে হবে

Sunday, November 2, 2025

প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সাজেশন

📗 এবারের প্রাইমারি "প্রধান শিক্ষক" নিয়োগে ১০০% প্রস্তুতি নিতে 

নতুন সিলেবাস-২০২৫ অনুযায়ী-

প্রথমত, ৯০ নম্বরের MCQ পরীক্ষা; যেখানে বাংলা ও ইংরেজি বিষয়েই আছে ৫০ নম্বর। 

গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এর বাকি ৪ টি বিষয়ে আছে মাত্র ৪০ নম্বর।

দ্বিতীয়ত, ৯০ টি MCQ প্রশ্নের বেশি সঠিক উত্তর যারা করবে তাদের মধ্য থেকেই ১১২২ জন হবেন এবারের নিয়োগে গর্বিত সরকারি প্রধান শিক্ষক!

এর মানে পরিষ্কার-
 ১) বিশেষ জোর দিতে হবে- বাংলা ও ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ ৫০ নম্বরের টপিক-সাবটপিক ভিত্তিক নানা রুলস এবং মুখস্ত অংশের উপর।

২) অবশিষ্ট ৪ টি বিষয়ের বাছাইকৃত বিসিএস ও পিএসসি'র বিগত প্রশ্ন ও কিছু তথ্যভিত্তিক পড়া পড়তে হবে।

উল্লিখিত ২ টি বিষয় বিবেচনা করেই এবারের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নিয়ে এসেছি-
“প্রাইমারি প্রধান শিক্ষক স্পেশাল সাজেশন” 

( পুরোপুরি প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০২৫ অনুযায়ী)

 অত্যন্ত কার্যকর ভুমিকা রাখবে। 
✅ যা যা পড়তে হবে:
১) প্রতিটি বিষয়ের জন্য টপিক-সাবটপিক ভিত্তিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্নোত্তর।

২) ২০০৯ ও ২০১২ সালের প্রধান শিক্ষক এবং গত ২০ বছরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ 

৩) ২০০৯ ও ২০১২ সালের প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার ১২ সেট প্রশ্নপত্র বিশ্লেষণ 

৪) ১০ম-৪৯তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন সহ PSC কর্তৃক নন-ক্যাডার ও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার বাছাইকৃত প্রশ্ন ও সমাধান বিশ্লেষণ।

৫) বিগত সকল শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাছাইকৃত প্রশ্ন বিশ্লেষণ 

৬) গত ১৫ বছরের পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ এক কথায় প্রশ্নোত্তর আকারে পড়তে হবে 

৭) ৭ম, ৮ম, ৯ম–১০ম শ্রেণির বোর্ড বই থেকে সংগৃহীত ইউনিক তথ্য পড়তে হবে 

৮) বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির সাম্প্রতিক তথ্য সংযোজন:- প্রতিদিনের দৈনিক পত্রিকা ও নির্ভরযোগ্য আপডেট সূত্র থেকে  তথ্যগুলোকে এক কথায় প্রশ্ন আকারে সাজিয়ে পড়তে হবে 

৯) বাস্তব পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট দিতে হবে 

১০) কিছু বইয়ের নাম ( বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ৯ম-১০ম বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি competitive exam, mp3 math, mp3 gk

এক কথায় বলতে পারি, এবারের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রত্যাশী বন্ধুদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য এগুলো যথেষ্ট।

Friday, September 12, 2025

বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরার টেকনিক

বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরতে কিছু কৌশল (টেকনিক) জানা থাকলে খুব সহজে ও বেশি চিংড়ি ধরা যায়। নিচে ধাপে ধাপে কৌশলগুলো দেওয়া হলো:

🎣 বড়শি ও উপকরণ প্রস্তুতি

  1. বড়শি নির্বাচন: ছোট আকারের ধারালো বড়শি (size 6–10) ব্যবহার করা ভালো, কারণ চিংড়ির মুখ ছোট।
  2. সুতো (লাইন): পাতলা ও মজবুত সুতো ব্যবহার করতে হবে, যাতে পানিতে সহজে বোঝা না যায়।
  3. ফ্লোট (ভেসে থাকা বল): হালকা ভেসে থাকা ফ্লোট ব্যবহার করলে চিংড়ি কামড় দিলে সহজে বোঝা যায়।
  4. সিসা (ওজন): অল্প ওজন দিলে সুতো নিচে গিয়ে ভারসাম্য ঠিক থাকে।

🦐 টোপ (এঁটো) ব্যবহার

  1. কেঁচো: সবচেয়ে কার্যকর টোপ, চিংড়ি খুব পছন্দ করে।
  2. শামুক/ঝিনুকের মাংস: চিংড়ি আকৃষ্ট হয়।
  3. মাছের কাটা বা মাংসের ছোট টুকরা: ভালো কাজ দেয়।
  4. আটা-ময়দা বা পাউরুটির খুদ: মেখে ছোট বলের মতো করে বড়শিতে লাগানো যায়।

🌊 মাছ ধরার কৌশল

  1. অল্প গভীর পানি বেছে নিন: নদী, খাল, বিল বা পুকুরের ঘাসযুক্ত ও নরম কাদামাটি এলাকায় চিংড়ি বেশি থাকে।
  2. চুপচাপ থাকা জরুরি: চিংড়ি ভয় পেলে পালিয়ে যায়।
  3. টোপ ধীরে নামানো: টোপ পানিতে আলতো করে ছেড়ে দিতে হবে, যাতে পানির ঝাঁকুনি না লাগে।
  4. ফ্লোট লক্ষ্য করুন: ফ্লোট একটু নড়লেই বা পানির নিচে টানলেই বুঝবেন চিংড়ি ধরেছে।
  5. আস্তে টানুন: জোরে টান দিলে চিংড়ি বড়শি থেকে খুলে যেতে পারে, তাই আলতোভাবে টেনে তুলতে হবে।

✅ অতিরিক্ত টিপস

  • রাতের বেলায় লণ্ঠন/আলো জ্বালালে চিংড়ি সহজে আসে।
  • বর্ষার সময় নদী ও খালের মোহনা অংশে বেশি চিংড়ি ধরা যায়।
  • মাঝে মাঝে টোপ বদলাতে হবে, যাতে তাজা গন্ধে চিংড়ি আকৃষ্ট হয়।

#চিংড়িমাছধরারকৌশল

Thursday, September 11, 2025

দুর্বল শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়ানোর ৭ দিনের খাবার তালিকা

৭ দিনের জন্য প্রতিদিনের ভিন্ন খাবারের তালিকা দেওয়া হয়েছে।

যেন শিক্ষার্থীরা পড়া মনে রাখতে পারে ও স্বাস্থ্যবান থাকে।
---

📅 ৭ দিনের খাবার তালিকা (শিশুদের জন্য)

🌞 ১ম দিন

সকাল: দুধ + কলা + সেদ্ধ ডিম

দুপুর: ভাত + রুই মাছের তরকারি + ডাল + পালং শাক

বিকেল: দই + পেয়ারা + বাদাম

রাত: রুটি + মুরগির ঝোল + লাল শাক

ঘুমানোর আগে: গরম দুধ



---

🌞 ২য় দিন

সকাল: ওটস দুধ দিয়ে + আপেল

দুপুর: ভাত + মুরগির মাংস + মসুর ডাল + গাজর ভাজি

বিকেল: ছানা + কমলা + আঙুর

রাত: ভাত + ইলিশ মাছ + শাক-সবজি

ঘুমানোর আগে: দুধ



---

🌞 ৩য় দিন

সকাল: দুধ-ভাত + সেদ্ধ ডিম + পেঁপে

দুপুর: রুটি + ডাল + আলু-ফুলকপি তরকারি + ডিম ভাজি

বিকেল: দুধ + কলা + কাজু বাদাম

রাত: ভাত + রুই মাছ + বেগুন ভাজি

ঘুমানোর আগে: গরম দুধ



---

🌞 ৪র্থ দিন

সকাল: ব্রেড + অমলেট + দুধ + আপেল

দুপুর: ভাত + মুরগির মাংস + ডাল + লাল শাক

বিকেল: দই + কমলা + আখরোট

রাত: রুটি + ডিমের ঝোল + ঝিঙে ভাজি

ঘুমানোর আগে: দুধ



---

🌞 ৫ম দিন

সকাল: দুধ-সুজি + কলা

দুপুর: ভাত + টুনা মাছ + ডাল + শসা টমেটো সালাদ

বিকেল: ছানা + পেয়ারা + চিনাবাদাম

রাত: ভাত + মুরগির মাংস + গাজর ভাজি

ঘুমানোর আগে: গরম দুধ



---

🌞 ৬ষ্ঠ দিন

সকাল: ওটস দুধ দিয়ে + সেদ্ধ ডিম + আপেল

দুপুর: ভাত + রুই মাছ + ডাল + পালং শাক

বিকেল: দুধ + আঙুর + কাজু

রাত: রুটি + ডিমের অমলেট + লাউ ভাজি

ঘুমানোর আগে: দুধ



---

🌞 ৭ম দিন

সকাল: ব্রেড + দুধ + কলা + ডিম

দুপুর: ভাত + মুরগির মাংস + ডাল + কুমড়া ভাজি

বিকেল: দই + কমলা + বাদাম

রাত: ভাত + মাছ + শাকসবজি

ঘুমানোর আগে: গরম দুধ



---

👉 প্রতিদিনের এই মেনু পরিবর্তন করে দিলে শিশু একঘেয়ে হবে না, এবং মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি এসিড পাবে।

#healthy_food

Sunday, August 10, 2025

Introducing the iPhone 17: What’s New & Why It Matters

Introducing the iPhone 17: What’s New & Why It Matters

Apple’s highly anticipated iPhone 17 lineup is set to debut in September 2025—likely around the 9th or 10th—with four models: iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, and a brand-new iPhone 17 Air that replaces the “Plus” variant .

What’s Changing This Year

1. Design & Display Enhancements

All iPhone 17 models will now feature ProMotion (120 Hz) displays and always-on screens, powered by LTPO technology .

The iPhone 17 Air will stand out with its ultra-thin design (~5.55 mm), a 6.6-inch display, and a sleek single 48 MP “Fusion” rear camera .

The iPhone 17 Pro models will adopt an aluminum frame (exiting the previous titanium standard), a part-glass rear design, and a revamped full-width camera bar .


2. Camera Upgrades

All models now sport a 24 MP front-facing camera, boosting selfie quality and providing 2× zoom capability .

The 17 Pro series will offer advanced rear camera setups: the Pro Max may include a 48 MP telephoto lens with potential for up to 8× optical zoom and even a movable lens for continuous zoom, paired with a new “Pro Camera” app for creators .


3. Performance & Connectivity

The lineup puts the A19 Pro chip at the core of Pro models, delivering enhanced speed and efficiency, along with 12 GB RAM across all variants .

Rumors also suggest integration of Apple’s own Wi-Fi 7 and possibly a proprietary modem chip, at least in the Air or mid-tier models .


4. Other Highlight Features

The iPhone 17 Pro Max is expected to include an anti-reflective display—great for outdoor visibility—and a larger battery, continuing the trend of longer battery life in the Max series .

A new Dynamic Island design, potentially smaller and more refined, may be implemented across all models .


Why iPhone 17 Is a Standout Update

Broader adoption of Pro-level display tech (120 Hz and always-on) across all models.

A new slender Air variant targeting users who want premium feel without the bulk.

Major camera boosts—both front and rear—especially beneficial for creators.

A move toward in-house wireless and modem innovation, signaling Apple’s deeper control over performance.

Enhanced battery performance and daylight visibility with newer display tech, especially in Pro Max.



---

Coming Soon: iOS 26 + Voice Control Magic

Apple is also rolling out a major software update, iOS 26, which will introduce a powerful new voice-control feature for Siri—allowing deeper integration with apps and refined AI-powered commands .


---

TL;DR: The iPhone 17 Lineup Offers…

Model Key Highlights

iPhone 17 Bigger display, 120 Hz, 24 MP selfies
iPhone 17 Air Ultra-thin 6.6″, single 48 MP lens, mid-tier price
iPhone 17 Pro Camera bar, aluminum/glass design, A19 Pro
iPhone 17 Pro Max Anti-reflective display, larger battery, top cameras


Get ready for a refined, powerful, and smart iPhone experience this fall. Let me know if you'd like a deeper dive into any specific model or iOS 26 feature!

Friday, June 20, 2025

শিখুন এআই টেকনোলজি দিয়ে ভিডিও তৈরি

🔥 ৩০ মিনিটে AI দিয়ে ভয়েস ছাড়া ভিডিও বানানোর সহজ পদ্ধতি

🎬 কিভাবে AI দিয়ে ভিডিও বানাবেন নিজের ভয়েস ছাড়াই?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি। 

✅ ধাপ ১: স্ক্রিপ্ট লিখুন (আপনার ভিডিওর লেখাটা তৈরি করুন)
আপনি যা বলতে চান, সেটা সুন্দরভাবে বাংলা বা ইংরেজিতে লিখে নিন।

উদাহরণ:
"আজ আমরা জানব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়…"
---
✅ ধাপ ২: AI ভয়েস ব্যবহার করুন (Text to Speech)
আপনার লেখাটাকে কণ্ঠে পরিণত করবে AI, আপনার নিজের ভয়েস লাগবে না।
🛠️ সেরা ফ্রি বাংলা AI ভয়েস ওয়েবসাইট:
1. 🔗 https://elevenlabs.io (English only - ভালো মানের)
2. 🔗 https://bhashini.gov.in/tts (বাংলা সাপোর্ট করে)
3. 🔗 https://ttsdemo.com (বাংলা Text-to-Speech)
---
✅ ধাপ ৩: ভিডিও বানান AI টুল দিয়ে (Text → Video)
🛠️ সেরা ফ্রি ভিডিও তৈরি করার AI টুলস:
1. 🎞️ https://invideo.io
আপনার লেখা দিয়ে ভিডিও বানায়
টেমপ্লেট, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়
2. 🎞️ https://pictory.ai
শুধু লেখা দিন → ভিডিও পাবেন
ফ্রি ট্রায়াল আছে
3. 🎞️ https://www.veed.io
সহজ ইন্টারফেস, লেখা দিয়ে ভিডিও করা যায়
বাংলা সাবটাইটেলও দেওয়া যায়
---
✅ ধাপ ৪: ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ছবি দিন
🖼️ ফ্রি ছবি ও ভিডিও ক্লিপ পেতে:
🔗 https://pexels.com
🔗 https://pixabay.com
🔗 https://unsplash.com
🎵 ফ্রি মিউজিক পেতে:
🔗 https://studio.youtube.com → Audio Library (YouTube এর ফ্রি মিউজিক লাইব্রেরি)
---
✅ ধাপ ৫: ভিডিও এডিট ও ডাউনলোড করুন
ফ্রি ভিডিও এডিটিং টুল:
🛠️ https://www.capcut.com (PC ও মোবাইলে কাজ করে)
🛠️ https://clipchamp.com (Windows 11 এর মধ্যে থাকে)
🛠️ Kinemaster (Android)
---
✅ একটি সহজ উদাহরণ (প্রসেস)
1. আপনি লেখলেন: “ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়...”
2. ElevenLabs বা Bhāshini তে গিয়ে কণ্ঠ তৈরি করলেন।
3. Invideo বা Pictory তে গিয়ে লেখাটা দিলেন → ভিডিও বানালেন।
4. CapCut দিয়ে একটু এডিট করলেন → YouTube বা Facebook এ দিলেন।
#factbd
📌 বিশেষ টিপস:
ভিডিও ৩০ সেকেন্ড – ২ মিনিটের মধ্যে রাখুন।
সঠিক টাইটেল ও থাম্বনেইল দিন।
কপিরাইট ফ্রি মিউজিক ও ছবি ব্যবহার করুন।
নিয়মিত আপলোড দিন, ধৈর্য ধরুন।
#AI #VideoCreation #TextToSpeech #BanglaTutorial #DigitalContent #TeacherExamPrep #FreelanceSkills #ContentCreationTips

Collected

Sunday, June 15, 2025

ব্লগ বা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায় দেখুন

আপনার ব্লগ এ ভিজিটর বাড়ানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। নিচে ১০টি কার্যকর উপায় দেওয়া হলো যা অনুসরণ করলে ভিজিটর ধীরে ধীরে বাড়বে এবং নিয়মিত ট্রাফিক তৈরি হবে:


---

🔟 ভিজিটর বাড়ানোর ১০টি কার্যকর উপায়:

১. নিয়মিত ও মানসম্মত কনটেন্ট প্রকাশ করুন

প্রতি সপ্তাহে অন্তত ২–৩টি নতুন পোস্ট দিন।

জনপ্রিয় বিষয়ের উপর লিখুন (যেমন: ভিসা, স্কলারশিপ, অনলাইন ইনকাম, সরকারি চাকরি)।


২. SEO (Search Engine Optimization) করুন

পোস্টের শিরোনামে জনপ্রিয় কিওয়ার্ড ব্যবহার করুন (যেমন: “কানাডা ভিসার আপডেট ২০২৫”)।

মেটা ট্যাগ, ALT টেক্সট, H1–H3 হেডার ব্যবহার করুন।

Blogger-এর জন্য SEO ফ্রেন্ডলি থিম ব্যবহার করুন।


৩. ফেসবুক পেজ ও গ্রুপ ব্যবহার করুন

নিজের একটি Facebook পেজ খুলে সেখানে প্রতিটি পোস্ট শেয়ার করুন।

সংশ্লিষ্ট গ্রুপে নিয়ম অনুযায়ী শেয়ার করুন (যেমন: চাকরি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক গ্রুপ)।


৪. ইউটিউব শর্টস বা ভিডিও বানান

ছোট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করুন এবং Description-এ ব্লগের লিঙ্ক দিন।

যেমন: "৫ মিনিটে ইউরোপ ভিসা তথ্য", “বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার সহজ উপায়”।


৫. Pinterest ও Instagram ব্যবহার করুন

ইনফোগ্রাফিক, ফ্যাক্টস এবং ভিজ্যুয়াল পোস্ট তৈরি করে সেগুলো Pinterest-এ দিন।

প্রতিটি ছবির ক্যাপশনে ব্লগ লিঙ্ক যুক্ত করুন।


৬. গেস্ট পোস্টিং ও ব্যাকলিংক তৈরি করুন

অন্য ব্লগে বা নিউজ সাইটে গেস্ট আর্টিকেল লিখে নিজের ব্লগের লিঙ্ক দিন।

এটি গুগলে র‍্যাঙ্কিং এবং ট্রাস্ট বাড়ায়।


৭. Email সাবস্ক্রিপশন যুক্ত করুন

পাঠকরা যেন পোস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করতে পারে।

“Follow by Email” বা Mailchimp ব্যবহার করতে পারেন।


৮. Quora / Reddit / ব্লগ কমেন্টিং

অন্যান্য ওয়েবসাইটে বা ফোরামে প্রশ্ন-উত্তরের মাধ্যমে আপনার পোস্ট শেয়ার করুন।

অবশ্যই প্রাসঙ্গিক ও কৌশলীভাবে লিঙ্ক দিন।


৯. Trending বিষয় কাভার করুন

Google Trends থেকে দেখে সাম্প্রতিক বিষয় নিয়ে লিখুন।

যেমন: “২০২৫ সালের বিদেশে পড়াশোনা ট্রেন্ড”, “নতুন সরকারি চাকরির সার্কুলার বিশ্লেষণ”।


১০. ব্লগ লোডিং স্পিড ও মোবাইল অপ্টিমাইজ করুন

একটি ফাস্ট থিম ব্যবহার করুন।

গুগলের PageSpeed Insights দিয়ে চেক করে ইমেজ কমপ্রেস, কোড মিনিফাই করুন।



---

🎯 সংক্ষিপ্ত পরিকল্পনা চার্ট:

কাজ টুল/উদাহরণ

SEO Google Keyword Planner, Ubersuggest
প্রোমোশন Facebook, Pinterest, YouTube Shorts
ইমেল ক্যাম্পেইন Mailchimp
কনটেন্ট শেয়ার Reddit, Quora, LinkedIn
এনালিটিকস Google Analytics, Search Console

---

🔚 

Monday, May 19, 2025

Twitter Marketing: Income generate from Twitter. Sui Ecosystem

The $REP token associated with the @GiveRep platform is part of a SocialFi initiative that rewards users for their engagement on social media, particularly within the SUI ecosystem.  Users can earn $REP tokens through various activities, including: 

1. Commenting on Relevant Posts: Engaging with influencer posts or project updates by commenting and mentioning @GiveRep can earn you 1 point per comment, up to a maximum of 10 points per day.  


2. Creating Original Content: Posting original tweets or threads that include @GiveRep at the end can earn points based on the engagement your content receives, such as likes, retweets, and replies.  


3. Participating in Loyalty Projects: Joining loyalty programs with GiveRep's partners, like DoubleUp and Ika, and writing tweets about these projects can earn rewards based on view counts, without the need for likes or replies.  


4. Daily Activity: Consistent daily activity, such as tweeting, commenting, and engaging with content, helps in accumulating points and staying competitive on the platform.  



It's important to note that while these activities can help you accumulate $REP tokens, the actual monetary value of these tokens depends on various factors, including market demand and the platform's reward structure.  As of now, there isn't a fixed income or value associated with the $REP tokens earned through GiveRep activities. 

Additionally, be cautious of platforms with similar names, such as GainRep, which has been reported as a scam by users on Reddit and LinkedIn.  Users have reported that GainRep sends unsolicited emails and may compromise your contacts if you sign in with your Google account.  

Therefore, while engaging with GiveRep can be a way to earn $REP tokens through social media activity, it's essential to stay informed and cautious about platforms you interact with to ensure your online safety and data security. 

To create account 
Go to giverep.com
Connect with twitter account 
Join all loyalty programs 
Must need 100+ twitter followers 
Then create post with tag @GiveRep $REP and share in twitter.  Need engagement like comment Retweet to get $REP points.

Ad Space

Featured Post

বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ সাথে পাবেন দৈনিক ভাতা

বিনামূল্যে কর্মসংস্থানমুখী তিন মাস মেয়াদি বিভিন্ন কোর্সে বাংলাদেশি নারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।  বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্...